হরিণ বলে - আর পারি না হেঁটে হেঁটে ক্লান্ত
সিংহ বলে - ভাবনা কিসের, ঘরে এসো পান্থ,
আমার ঘরে বিছনা পেতে দেবো খাবার ঘাস
প্রতি ঘাসে থাকবে লেখা তোমার স্বর্গবাস l


ইঁদুর বলে - ছুটতে ছুটতে পা দুটিতে ব্যথা
বিড়াল বলে - চিন্তা কিসের শোনো আমার কথা,
এসো এসো ঘরে আমার ব্যথা যাবে ভুলে
সারা শরীর টিপে দিবো নরম দাঁতের ফুলে l


থপথপিয়ে ব্যাঙ চলেছে দীঘির থেকে দীঘি
বিষন্ন কাতরতা পরিযায়ী বিধি,
বলে সাপ - এসো ভাই কোয়ারেন্টিনে
আমার উদরে যাও এই শুভদিনে l


প্রকৃতির যত কিছু বিধাতার দান
নর বলে - এসো ধরে করি খান খান l
নিয়মের দাস তারা প্রকৃতিকে মানে
একাই মানুষ শুধু নিয়মকে ভাঙে l


বিশ্বপ্রকৃতি জুড়ে মরা বাঁচা খেলা
একের মরণ হলে বাঁচে বাকিগুলা l
একাই সবার বড়ো হতে চায় নর
সকলকে শেষ করে জীব থেকে জড় l
1327