যখন আমি ছাত্র ছিলাম ছিলাম আমি ছাত্র
যতই পড়ি যতই পড়ি দিবস এবং রাত্র
বাবা তবু হন না খুশি পড়াতে পান ঘাটতি
দিবস রাত্রি গঞ্জনাতে জীবনটা হয় কাটতি l
যা হোক উচ্চ ডিভিশনে পাশ করে যাই কলেজটা
রাজ্য জুড়ে নিয়োগশূন্য বছর দেখি কয়েকটা l
দিনের শেষে ছাদে এসে চাঁদ তারাদের চেয়ে দেখি
কতো কবি তাদের নিয়ে পদ্য লেখেন তাই পড়েছি !
অসাধারণ বর্ণনাতে মন ভরে যায় আবেগ জাগে
আজকে কেন চাঁদ তারাদের দেখতে কেমন অন্য লাগে ?
মনের মধ্যে গ্লানি ভরা বেকার জীবন ভয়ংকর
চার পাশেতে চেয়ে খুঁজি কোথায় আছে কি সুন্দর l
ফুলের শোভা চাঁদের কিরণ তারার মালা বেকার সব
এক বেকারের চোখে বেকার দিনদুনিয়ার যা সৌরভ l


হঠাৎ বিধি চোখটা মেলে সদয় হলেন একটিবার
চাকরিখানি গেল জুটে বেকার জীবন - ইতি তার l
চোখের দেখা মনের ভাবা নতুন দিশা নতুন রঙ
সেই ছাদেতে তারার মেলা চাঁদের হাসি ফুলের ঢঙ l
মন নেচেছে ছন্দে যখন যা দেখি তা সোনার বরণ
জীবন জুড়ে রঙের সুরে মনবিহারীর মনের হরণ l