পুরুষ :


পুরুষ পুরুষ মুখে বলি পুরুষ কিসে বুঝি
কোটি পুরুষ চতুর্দিকে আসল পুরুষ খুঁজি l
পুরুষ ছিলেন বিদ্যাসাগর হৃদয় কুসুমকোমল
বজ্রসমান কঠোর আবার, হোক তা অধীন আমল l


সতীদাহ দূর করে যে সমাজ শোধন করে
আসল পুরুষ তাঁকে বলি কোটি লোকের ভিড়ে l
ব্যাঘ্র তিনি বলতো লোকে, এমনি কি আর বলে ?
জুতোর বদল কোট দিয়ে নেন চক্ষুটি দেন খুলে l


হাজার কোটি লোকের ভিড়ে পুরুষকে যাই খুঁজে
মোটেই তারা পুরুষ নয়কো, বিপদে চোখ বুজে l
রক্তচক্ষু শাসনতন্ত্রের উপেক্ষা যে করে
সব প্রলোভন হুমকি তোষণ সরায় ঠেলে দূরে,
সত্য যা তা সামনে আনে জীবন রেখে বাজি
কোপার্নিকাস, গ্যালিলিও - পুরুষ বলতে রাজি l


দেশে দেশে যুগে যুগে অপশাসন যতো
ধর্ম এবং শাসনতন্ত্রের বারণ শত শত,
বুক চিতিয়ে বিরোধ করে লড়াই করেন যারা
অসহায় ও দুর্বলেরই সর্বদা সাহারা,
তাঁরাই হলেন আসল পুরুষ এ বিশ্বসমাজে
শুধু পুরুষ দেহ নিয়ে পুরুষ বলা সাজে ?


নারী :


পুরুষ তুমি যতোই বাড়ো
নারী ছাড়া চলতে পারো ?


জন্ম সেও নারীর থেকে
কোলে পিঠে মানুষ হয়ে,
সেই নারীকে করছো নত
পাচ্ছো মজা অসম জয়ে l


নারী মাতা, নারী কন্যা
নারী সাথী, ভগ্নী নারী
জীবন পুরো ঘিরে নারী
সে কথা কি ভুলতে পারি ?


পুরুষ তুমি নেশার বশে
লুটছো টাকা, নারীর মান
পুরুষ তুমি অকৃতজ্ঞ
যাচ্ছ ভুলে নাড়ির টান ?


এই পৃথিবী সমান চলে
নারী পুরুষ কাঁধে কাঁধে
প্রকৃতি বাঁধে নি যাকে
পুরুষ তাকে কেন বাঁধে ?
৮৯৮