লিমেরিক নিয়ে একটি আলোচনা বিগত ১৯-০৫-২০১৭ তারিখ করেছিলাম l সেখানে কবি অনিরুদ্ধ বুলবুল ও কবি নুরুল ইসলাম এর লিমেরিক নিয়ে আলোচনা ছিলো l আজ আরও তিনজন কবিবন্ধুর চারটি লিমেরিক নিয়ে আলোচনা l
কবিবন্ধুত্রয় হলেন প্রবীর চ্যাটার্জী (প্রজিত বন্ধু) - ২ টি,
স্বপন কুমার দাস ও সমীর প্রামাণিক l
৫৬-৫৭ :
প্রথমে কবি প্রবীর চ্যাটার্জী(প্রজিত বন্ধু) এর লিমেরিক দুটি সম্বন্ধে -
রচনা ভালোই হয়েছে l কিন্তু পাঠ সাবলীল হচ্ছে না l ছন্দ খেলছে না l অন্তমিল ১০০ শতাংশ হয় নি l প্রথম লিমেরিকে -
পদ্য - এর সঙ্গে কাব্য - এর অন্তমিল হয় নি l
পাতায় - যেথায় ভালো অন্তমিল নয় l
পদ্য - কাব্য - মূল্য - এগুলি অন্তমিল হয় নি l
দ্বিতীয় লিমেরিকে -
মূল্য - তুল্য এর সঙ্গে পঞ্চম পঙক্তিতে শূন্য - এটা অন্তমিল হয় নি l -ল্য দরকার l
এছাড়াও পঙক্তিগুলিতে মাত্রার সংখ্যা অনিয়মিত আছে, যার জন্য তাল কেটে যাচ্ছে l বিষয়টা আবশ্যিক হয়তো নয়, কিন্তু দেখেছি, লিমেরিকে প্রথম দ্বিতীয় এবং পঞ্চম পঙক্তিতে মাত্রা সংখ্যা সমান হলে এবং তৃতীয়-চতুর্থ পঙ্ক্তিতে মাত্রাসংখ্যা সমান হলে সেই লিমেরিক পাঠে ছন্দময়তা আসে l
আমার মতো করে সংশোধন করলাম l কবির দৃষ্টি আকর্ষণ করলাম l তিনি মূল উদ্যেশ্যটা বুঝে নিয়ে নিজের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন l
যেটা আছে -
১ )
কত কবি এলো গেলো লিখলো পদ্য, - ১৪
পাতা ভরিয়ে দিলো সনাতন কাব্য! - ১৪
আসরের পাতায়, - ৭
সেভ আছে যেথায়, - ৭
কিছুটা তো পেলাম লেখাটার মূল্য ? - ১৪
২ )
যতটুকু পেয়েছি তার সীমাহীন মূল্য, - ১৬
মৃত্যুতে হারালেও হবেনা তো যার তুল্য! - ১৭
নেই কোনো যুক্তি - ৭
তবুও যে মুক্তি - ৭
হিসেবে রাখিনি তার হয়ে যাবে সে শূন্য! - ১৬
যেটা ভেবেছি -
১)
কত কবি এলো গেলো লিখে গেলো পদ্য, - ১৫
পাতা সব ভরে দিলো সুকবির হদ্দ - ১৫
আসরের পাতামাঝে - ৮
সেভ আছে লেখাটা যে, - ৮
কিছুটা তো পেয়ে গেছি মূল্যটা সদ্য ? - ১৫
২ )
যতটুকু পেয়ে গেছি সীমাহীন মূল্য, - ১৫
মৃত্যুতে হারালেও হবেনাকো তুল্য! - ১৫
নেই কোনো যুক্তি - ৭
তবুও তো মুক্তি - ৭
হিসেবে রাখিনি সে তো তবু দোর খুলল! - ১৫
৫৮:
এবার কবি স্বপন কুমার দাস রচিত "কোলকাতা (লিমেরিক)" শীর্ষক লিমেরিক সম্বন্ধে -
কবিতাটির লিঙ্ক -
http://www.bangla-kobita.com/deepam1234/kolkata/
লিমেরিক লেখার এখন একটি চল হয়েছে l অনেকেই লিখছেন l ভালোই লিখছেন l ছোট্ট কবিতা l রচনার অল্প কিছু বৈশিষ্ট্য আছে l
সেই সূত্র ধরে বলা যায় কবি স্বপন কুমার দাস রচিত "কোলকাতা (লিমেরিক)" শীর্ষক বর্তমান লিমেরিকটি রচনাগত দিক থেকে একটি উৎকৃষ্ট রচনা হয়েছে l
কিন্তু গঠনগত দিক থেকে বলা যায়, যতিচিন্হ ব্যবহার বেশী হয়েছে l এর ফলে লিমেরিকটি পাঠের সময় যে "flow" আসার কথা তা আসছে না l গতিময়তা বাধা পাচ্ছে l প্রথম পঙ্ক্তির শেষে পূর্ণ বিরতিচিন্হ তুলে নিলে এই বাধা থাকে না l দ্বিতীয় পঙক্তিতে এসে পূর্ণ বিরতি হোক l তাহলে লিমেরিক পাঠের যে তাল সেটি পাওয়া যায় l তৃতীয় চতুর্থ পঙক্তিতে স্বল্প বিরতিচিন্হ ঠিক আছে এবং পঞ্চম পঙ্ক্তির শেষে পূর্ণ বিরতিচিন্হ নিয়মমতোই আছে l প্রথম পঙ্ক্তির শেষে পূর্ণ বিরতি তুলে দিলাম l
এবার মাত্রা প্রসঙ্গ l পঙ্ক্তিগুলিতে মাত্রা অসমান থাকায় পাঠ আকর্ষণীয় হচ্ছে না l মাত্রা নিয়মিত করলাম l
যেটা আছে -
কোলকাতা (লিমেরিক) / স্বপন কুমার দাস
রাঙা পতাকা ভাঙা ফুটপাথ। - ১১
ফেলো চৌয়ানি করো বাজীমাত। - ১২
কত ইজমের দোহাই, - ৯
তাল ঠুকি হাওয়ায়, - ৮
কালো মেঘ দেখে হই কুপোকাত। - ১২
যেটা ভেবেছি -
রাঙা পতাকায় ভাঙা ফুটপাথ - ১২
ফেলো চৌয়ানি করো বাজীমাত। - ১২
কত ইজমের হাই, - ৮
তাল ঠুকি হাওয়ায়, - ৮
কালো মেঘ দেখে হই কুপোকাত। - ১২
৫৯:
এবার কবি সমীর প্রামাণিক রচিত "এলোমেলো" শীর্ষক লিমেরিক সম্বন্ধে -
কবিতাটির লিঙ্ক -
http://www.bangla-kobita.com/samir65/elomelo/?s=published
লিমেরিকটি পড়লাম l
ঠিক আছে l
যদিও অন্তমিল ১০০ শতাংশ হয় নি l আর মাত্রা l ঠিক করলাম l
যেটা আছে -
এলোমেলো / সমীর প্রামাণিক
মজে বউ সিরিয়ালে
মোবাইলে ছেলে
বসে ভাবি
হবো কবি
খাতা কলম পেলে।
যেটা ভেবেছি -
মজে বউ সিরিয়ালে - ৮ মাত্রা
আর ছেলে মোবাইলে -৮
মনে ছবি - ৪
হবো কবি - ৪
খাতা ও কলম পেলে। - ৮
সুন্দর লিমেরিক রচনার জন্য কবিত্রয়কে আন্তরিক শুভেচ্ছা জানাই l প্রচেষ্টা চলুক l আরো লিমেরিক চাই l মাত্রা মিলিয়ে l ভালো অন্তমিলে l সঠিক বিরতিচিন্হ সহ l
অবশেষে,
চলো সব কবি মিলে লিখে ফেলি লিমেরিক
নিয়মটা মেনে নিয়ে সবকিছু ঠিক ঠিক l
মাত্রাটা দেই গুনে
মিলটুকু বুঝে শুনে
পাঁচ চরণের লেখা হাস্য রসের কিক্ l
প্রাসঙ্গিক :
১) কবি প্রবীর চ্যাটার্জি রচিত "বিয়ের পোষ্টমর্টেম" কবিতা নিয়ে আলোচনা ১৭-০৪-২০১৭ তারিখ l তার লিঙ্ক :
http://www.bangla-kobita.com/jchowdhury298/series-ten-to-thirteen/
২) কবি স্বপন কুমার দাস রচিত "অনুষ্টুুপ ছন্দ " কবিতা নিয়ে আলোচনা ১৭-০৪-২০১৭ তারিখ l
http://www.bangla-kobita.com/jchowdhury298/series-ten-to-thirteen/