একটা কথা আছে
ঈশ্বর তাকে সাহায্য করে যে নিজেকে সাহায্য করে l
কথাটার অর্থ দাঁড়ালো -
কঠোর পরিশ্রম, নিষ্ঠা, অধ্যবসায় দিয়ে
সফলতা অর্জন করলাম
আর ক্রেডিট হল ভগবানের l
আর নিজের ভুলে, অবহেলায় যদি ব্যর্থ হই
সে দোষ আমার l
মানুষের ব্যর্থতার দায় ঈশ্বর নেবেন কেন ?


মানুষ একা বাঁচে না l
যতক্ষণ দেহে আছে শ্বাস
ঘিরে থাকে পরিজন, প্রতিবেশী, সহকর্মী, সন্তান
সর্বোপরি জন্মদাতা এবং শিক্ষক l
প্রতিটি সংগ্রামে আশীর্বাদ, শুভেচ্ছা
আমাদের সাথে থাকে l


যখন সফল হই, এদের কথা আমরা ভুলে যাই,
ভগবান তো অনেক দূরের বিষয় l
আচরণে প্রকাশ পায় অহংবোধ l


সফলতা পেলে কৃতজ্ঞতা যাক্ তাদের প্রতি
যারা প্রতি পলে সাথে আছে প্রেরণার উৎস হয়ে l
আর যখন ব্যর্থতা কড়া নাড়ে ?
মন বুঝুক - প্রস্তুতিতে ঘাটতি ছিলো নিশ্চয় l
পরের বার - শ্রেষ্ঠ প্রস্তুতি নিয়ে !


আমাদের লড়াই আমাদের-ই লড়তে হবে l
এর মধ্যে ঈশ্বরকে টানা কেন  ?