উত্তাল নদী সাঁতরে সবে তীরে উঠেছি
পরিধেয় ভেজা, সারা দেহে বিন্দু বিন্দু জল l
প্রতিটি জলবিন্দু বহন করছে লড়াই-এর সাক্ষ্য
লড়াই অন্যের সঙ্গে, এবং নিজের l
নিজের সঙ্গে লড়াইটা বেশ কঠিন
আমার আমিকে ঘিরে আছে অহং
আছে প্রলোভন, মায়া, কর্তব্য-বাঁধন l
যখন অসীম ধরা দিতে চায়, ব্যস্ততার মাঝে,
অবসর থাকে না, পরিসর না পেয়ে
অভিমানী চলে যায় l
কখনও অফুরন্ত সময়, কাগজ-কলমে আঁকিবুকি
সাধারণ চারাগাছ-ও আকার পায় না l


সামনে সবুজ প্রান্তর, চড়াই উতড়াই
সাথীদের সাথে পা মিলিয়ে
গতি কখনও দ্রুত, আবার শ্লথ
এই বিরতিহীন অনন্ত চলা l
সুপ্ত, তাকে জাগানো
আলো বাতাস অভিজ্ঞতা অনুভব দিয়ে
সিঞ্চন, ভাবনাকে বোধের ভাষায় লালন l