কত নাজুক বদন তোমার
ঘরে বাইরে বিপদ ঘোরে
পরশ খোঁজে বয়স্কেরা
কামুক আদম ঝাপট মারে l


বাবা মায়ের মমতা স্নেহ
আত্মীয়দের ভালবাসা
মুহূর্তে সব উধাও কোথা
দেহ যখন বাহির-শোষা !


সমাজ ! তুমি আয়না নাও,
কেন তুমি মুখ লুকাও ?
প্রশাসন ! দায়টা বহ
অপরাধীদের ধরে দহ l