কত নামে কত গাছ
সেই গাছে চড়ে
ডালে বসে ডাল কাটে
ফি বছর ধরে l

কালিদাস চড়ে গাছে
সদা সে ঋণে
নিজে তো জর্জরিত
কারণটা বিনে l

লক্ষ কোটি টাকার ঋণ
ফি বছর ধরে
বেড়ে যায় বেড়ে চলে
দায় কর্তার  ঘরে l

অতীত দিনের কালিদাস
গুণী বউ পেয়ে
শুধরে গেলেন দিব্যি তো  
অপমান খেয়ে l

মানুষ এখন বাঁচে কি ?
বিধির বিধান সই
সকলে হতাশ অতি
সবুরে লাভ কই ?