এই যে দেখছ আমি শান্ত, আমি আসলে শান্ত নই l
একটা লড়াই আছে সামনে, তার জন্য প্রস্তত হচ্ছি l
ছক কষছি l দেখেছি, লড়াই -এর আগে অশান্ত হলে,
হার হয় l তাই ঠান্ডা মাথায় ভেবে রেখেছি, সময়মতো,
লড়াই-এর মুহূর্তে যাতে মাত্রামতো অশান্ত হওয়া যায় l
যাতে করে জয় হবে নিশ্চিত l


আমরা তো কেও হারতে চাই না l তবু দিনের শেষে
যা ফল হয় আমরা মেনে নিই l এটা বুদ্ধির লক্ষণ l
যারা মানতে পারি না, অশান্তিতে কষ্ট পাই l নিজে পাই,
এবং অপরকেও দেই l ভাগ্যকে দোষারোপ করি l
জয় নিশ্চিত মেনে পরাজয়কে অসম্মান করি l
পরাজয় এত সরল l কোনো অভিমান নেই l
আমাদের পিছু ছাড়ে না l অনাকাঙ্খিত উপস্থিতি !
বারে বারে !


পরাজয় বোঝে জয়ের মূল্য, প্রতিটি অনুভবে
সফলতার ক্ষেত্র প্রস্তুত হয় l
পরাজয়কে পরাজিত করে জয় আসে l