এই তো আছি সবার মাঝে
হয়তো তখন থাকবো না
ভাব ভাবনা তোদের নিয়ে
হয়তো তখন ভাববো না l

যেমন করে সূর্য ওঠে
রাত্রি ঢলে নিত্যদিন
এমন হবে চিরটাকাল
প্রকৃতি মা বিরামহীন l

সম্পর্কেরা চলার পথে
চক্রাকারে ঘুরতে থাকে
আজ যে পুত্র কাল সে পিতা
পিতা এগোয় দাদুর বাঁকে l

ভালোবাসা গড়ায় নীচে
অপত্যরা চোখের মণি
বৃদ্ধ বাবা মায়েরা সব
পুরো যেন জ্যান্ত শনি l