এক দুই, কে তুঁই ?
তিন চার, কে কার ?
পাঁচ ছয়, গোনা হয়
সাত আট, পটল কাট
নয় দশ, শেষ রস l


প্রথম যখন ভাষা শিখি
সঙ্গে শিখি সংখ্যা
বিশ্বাস আশঙ্কা
সেই বিদ্যায় গুনে চলি
জীবনভর টংকা l


গুণ গুনি দোষ গুনি
কত সব রস গুনি
গুনি আপন পর
সারা জীবনভর
আর গুনি ঢেউ।
জীবন যাপন শেষে
সব গোনা অবশেষে
পরম যাত্রার কালে
অস্তরবি অন্তরালে
সঙ্গে নেই কেউ !