পাঁচ ভাই মাঝে মাধবটা বাজে করে নাকো লেখাপড়া
বন্ধুরা সাথে নাচে-গানে মাতে সর্বদা মস্করা l
ঘরটি যাহার টানে সে-ই ভার বাবা শুধু ছুটে মরে
পাঁচ সন্তান রকমারি ত্রাণ নিয়ে আসে ব্যাগে করে l
খাওয়া পরা, সাথে লেখাপড়া - পরিবারে কত দায়
কাঁধটিতে যার সংসারভার খেটে খেটে মৃতপ্রায় l


হঠাৎ কি হল মাধব জুটালো ছোটখাটো এক কাজ
বাড়ি বাড়ি যায় কাগজটা কেনে ছেড়ে দিয়ে সব লাজ l
বই পুঁথি যত ছেঁড়া শত শত ঠুঁসে নেয় সব বস্তায়
গাড়ি ভরে এনে দোকানেতে বেচে আয় হয় কত সস্তায় l
দিনশেষে ঘরে যবে আসে ফিরে বাবা হাতে দেয় টাকা
সেই থেকে শুরু ভালো করে চলা সংসার রুপী চাকাl
ভাড়া বাড়ি ছেড়ে মিলে সকলেরে এলো নিজ বাড়িটায়
রাস্তার পাশে কাশফুল ঘাসে মুখে - সে কি হাসিটাই !


টাকার কি ভার বয়সটা তার যদিও বা ছিলো কম
বিয়ে শাদি করে সংসার গড়ে নিজ ঘাড়ে নিল যম l
ছেলেপুলে হল লেখাপড়া দিল নিজে সে তো ভবঘুরে
তবু তার মাঝে ভাইদের কাজে টাকাটা দিয়েছে জুড়ে l
ভাইগুলি তার আগালো অপার টাকাকড়ি, সাথে শিক্ষায়
কিন্তু সে নিজ স্বভাবদোষেতে দিন কাটে তার ভিক্ষায় l
ভবঘুরে চলে পথ যায় ভুলে আজগুবি আজগুবি কাণ্ড
জোটে যদি টাকা নিমেষেই ফাঁকা সর্বদা শূন্য সে ভান্ড l
নিজ মেয়ে তার এম. এস. সি. পার জুটে গেল চাকরিটা
তবু মাঝে মাঝে শুনিত সে নিজে মূর্খ গালের খোঁটা l


একসাথে সবে রই কলরবে সমান রুচি ও দীক্ষা
পরিবার মাঝে অভাবে স্বভাবে মিলে সহবত শিক্ষা l
দূরে চলে যায় যুগ পাল্টায় আচরণে আসে ফাঁক
ইতি-উতি চলে অন্তঃসলিলে কত ধার, কত বাঁক !