ছোট্ট প্রদীপখানি জ্বলে চলে অভিমানী,
দিন আনে দিন খায় হেসে কেঁদে চলে যায়,
বায়নাক্কা শত শত প্রয়োজন অবিরত
যায় তার কিছু মিটে, অধিকাংশ অপেক্ষাতে l  
গাড়োয়ান গাড়ি জুড়ে 'হেই মারো মারো ' সুরে
কর্তব্য সাধিতে হয়, কভু হার, কভু জয় l


ছোট খুকি বেড়ে ওঠে সবে মিলে এসে জোটে
চার হাত এক করে নতুন সাম্রাজ্য গড়ে
পিতা মাতা অসহায়, খোকা ঘাড়ে বয় দায় l  
ছোট নদী বয়ে চলে কল্ কল্ হিন্দোলে
কেউ আগে কেউ পিছে, কেউ 'পরে কেউ নিচে
কলহ সম্প্রীতি মাঝে মিলে সবে বড়ো কাজে l  


মানব সমাজ ত্রস্ত, সব নিজ কাজে ব্যস্ত
আকাশগঙ্গার তলে ছোট-বড়ো নাও চলে l