ফ্রেন্ড এক জুটেছিল চলাচল রাস্তায়
গল্পটা জমেছিল চলছিল আস্থায় l
বাবা হাসপাতালে কলকাতা শহরে
তড়িঘড়ি যেতে হয় কিছু লটবহরে l
বাসে করে মালদা তারপরে ট্রেনেতে
ট্রেন পেলে রক্ষে চিন্তাটা ব্রেনেতে l
দূরগামী বাস থেকে কুড়ি কি.মি. এগিয়ে  
এক তার নেমে যায় ইটাহার পেরিয়ে l
ফেসবুকে নাম পেয়ে রিকুয়েস্ট চলে যায়
অ্যাকসেপ্ট হয়ে গেলে মনে খুব খুশি পায় l
তারপর মাস যায় বছরটা হয় পার
এক দুই তিন চার
ফেসবুক ফ্রেন্ডশিপ টিকে থাকে যার যার l
এমনিতে কথা নেই লাইকটুকু সম্বল
ওটুকুই ঠিক আছে, বেশি খেলে অম্বল !
তাই, লাইক ও কমেন্টে  
টিকে থাকে ফ্রেন্ডশিপ দিবসের অন্তে।