ব্যথা সুখ নিজের মতো দেখা দেয় l


কর্ম চলে তার নিজ খেয়ালে,
কখনও মনোযোগ সহকারে
কখনও সেটা ছাড়াই,
তারপর ব্যথা বা সুখ যা আসে
তা সর্বদা সরল সমানুপাতিক নয় l


পরতে পরতে জমে অনেক ঋণ,
কিছু তার কখনোই শোধযোগ্য নয়
আবার ঋণ শোধযোগ্য তবু খেলাপী l
অণুজে প্রবাহিত ভালবাসা নিঃশর্ত,
অনুরাগের ছোঁয়ায় সম্পর্ক রঙ্গীন l


জগৎ বাঁধা অদৃশ্য ডোরে
বজ্র আঁটুনি, তবু পলকেই খুলে গিঁট l
কভু বাঁধনছাড়া, তবু পরম নির্ভর
বাঁশরীর ডাকে চঞ্চল মন নির্ভয় l


হিসাবহীন অনন্ত কর্মরাজ্যে হিসাবের যাপন l