"তুমি" l তুমি টা কে ?
স্বপ্ন l  কি নিয়ে স্বপ্ন ?
স্বপ্ন আসে l কখন আসে ? কার কাছে আসে ? কেন আসে ?
যিনি দেখছেন স্বপ্ন, তিনি কি তা দেখতে চান ? তাঁর  অনুমতিপ্রাপ্ত হয়ে কি স্বপ্ন বিচরণ করে তার মননে ? অনুমতি না দিলেও, স্বপ্ন যখন আসে, দ্রষ্টা কি তাকে এড়িয়ে যেতে পারেন ? আছে সে ক্ষমতা তার ?
যদি বরণ করেন তিনি স্বপ্নকে, স্বপ্ন কি তার করায়ত্ত হয় ? ঘুম ভেঙে গেলে সব কর্পূরের মতো উড়ে যায় না কি ?
যাকে ঘিরে স্বপ্ন সেও কি দেখে অনুরূপ স্বপ্ন ?
স্বপ্ন ঘিরে কতো প্রশ্ন আমাদের l ছোট্ট কবিতাটি পড়ে প্রশ্নগুলি যেন চাগাড় দিয়ে ওঠে l না, এগুলির কোনো উত্তর কবিতাটিতে নেই l
যেটা আছে, স্বপ্নকে ঘিরে পাঠকের মনের ভেতরের প্রশ্নগুলিকে খুঁচিয়ে তোলার আয়োজন l
স্বপ্ন কি ? শুধু কি রাতে নিদ্রার ঘোরে যা দেখি তাই ? দিনে স্বপ্ন দেখি না আমরা ? জাগ্রত অবস্থায় ? দিবাস্বপ্ন নয় l মনের ভেতর লালিত কোনো উচ্চাকাঙ্ক্ষা, তাকে বাস্তবায়িত করার স্বপ্ন দেখি না ? সর্বদা লেগে থাকি না তার পেছনে ? শয়নে স্বপনে জাগরণে সেটাই আমাদের একমাত্র ধ্যানজ্ঞান হয় না ?
স্বপ্নের ভিত আমরাই গড়ি l আমাদের কর্ম, চিন্তা, অপ্রাপ্তির বেদনা - স্বপ্নের বিষয় নির্বাচন করে l
স্বপ্ন আমাদের প্রেরণাদাত্রী l সৃজনশীল কর্মে উদ্বুদ্ধ করে l দিশা দেয় l স্বপ্ন কল্পনার চারণভূমি l কবি, শিল্পী স্বপ্নের কাছে বহুল পরিমাণে ঋণী l
আর সাধারণ মানুষ, দীন দরিদ্র - তাঁরা তো স্বপ্ন নিয়েই  বাঁচেন l বেঁচে থাকার রসদ খুঁজে পান l
ঐ যারা বাস্তববাদী, শুধু চাক্ষুষ সত্যটাকেই মানেন, তাঁরা প্রাত্যহিক জীবনযাপনের গন্ডির মধ্যে এমন আটকে আছেন, ধরার যে অতি প্রাকৃতিক সৌন্দর্য, রূপ রস গন্ধ বর্ণ - তার যে খেলা, সে সব তাঁরা দেখবেন কখন ? তাঁদের সময় কই ? তাঁদের স্বপ্ন দেখার সময় কই ?
বরং যাঁরা স্বপ্ন দেখেন, সেই স্বপ্নের কথা সুর, তাল, ছন্দ, রেখা, বাক্য, স্থাপত্যে মেলে ধরেন - তাঁদের জন্যই পৃথিবীটা এত সুন্দর l এই জন্যই তো প্রতি জন্মে মানব জনম পেতে সাধ জাগে l
কবিকে অভিনন্দন সুন্দর একটি কবিতা উপহার দেবার জন্য।