নারী ও পুরুষ একে অপরের পরিপূরক l এক অমোঘ আকর্ষণে তারা পাশাপাশি আসে l প্রেমসম্পর্ক স্থাপিত হয় l যুগলজীবন চলে l একে অপরের পরস্পরের কাছে অপরিহার্য বলে মনে হয় l কথায় গল্পে প্রেম ভালোবাসায়  সময় এগিয়ে চলে l জীবন কখনো ছকে বাঁধা পথে, কখনো ছক ভেঙ্গে ভিন্ন পথে চলে l প্রেমসম্পর্ক গাঢ় হয় l শাখা প্রশাখা মেলে l কখনো বা মান অভিমানের পালা চলে l নিকটের সম্পর্ক মানসিক দূরত্ব নেয় l কখনো ভৌগোলিক দূরত্ব এসে যায় l ভালবাসার ধর্ম হলো, প্রেমের বস্তু স্বল্পকালের জন্য দূরে গেলে তার প্রতি আকর্ষণ অনেক বেড়ে যায় l চিন্তায় চেতনায় তখন শুধু প্রিয়া আর প্রিয়া l তাকে ঘিরে, অতীত জীবনে তার সঙ্গে অতিবাহিত মধুর স্মৃতিগুলি ঘিরে মনের ভাবনাগুলি আবর্তিত হতে থাকে l


বিরহকালে স্মরণে আসে অতীত প্রেমের অনুভব l তাজা প্রেম l উন্মাদনা অসীম l সাক্ষাতে অসাক্ষাতে প্রেম আলাপ l সে আলাপ শেষ হবার নয় l টেলিফোনে চলে তার ধারাবাহিকতা l চলতেই থাকে l যতো কথা বলা হয়, না বলা কথার ভাণ্ডার ততই বেড়ে চলে l
প্রেমভাব এক বিচিত্র অনুভব l বিরহে তার নব নব চরিত্র প্রকাশিত, উদ্ভাসিত l বিরহকালে বিয়োগব্যথা যতো বাড়ে, ততই প্রিয়াকে ঘিরে, নিজেকে ঘিরে, জোড়যাপনকালকে ঘিরে কত শত স্মৃতি মনের কোণে উঁকি দিয়ে যায় l ফিরে ফিরে তা স্মরণ হয়, স্মরণ করতে ইচ্ছে জাগে l


জীবন যাপনের মধ্য পর্বে কল্পনা শুধু প্রিয়া আর প্রিয়াময় হয়ে পড়ে l প্রথম যৌবনের স্মৃতি, তার উত্তেজনা, প্রেমসম্পর্ক স্থাপন l প্রেমজীবনের সেই প্রথম দিনগুলিতে বাঁধহীন সেই ভালবাসা, তার স্মৃতি l আজ এই বিরহের দিনে সেই স্মৃতিগুলি বড় বেশী মনে পড়ে l মনে বিচিত্র ভাব আসে l প্রিয়াকে মনে পড়ে l মনে পড়ে নিজেকে l সেদিনের যুগল প্রেমের রোমান্টিক অনুভব আজকের তপ্ত দুপুরেও মনে প্রেমের আবেশ সৃষ্টি করে l
আজ যখন বিরহ যন্ত্রণা দেয় তখন অতীত প্রেমের মধুর স্মৃতির স্মরণ নেয় প্রেমিক l নিজেদের সেই দিনগুলির অনুভব থেকে প্রাপ্ত জীবনীশক্তি তাকে এখনো এই বিরহকালেও বাঁচার প্রেরণা দেয় l
প্রেম, বিরহ, কল্পনা, স্মৃতি, অনুভব - বিষয়ে সুন্দর কবিতার জন্য কবিকে অভিনন্দন l