প্রেম একটি সহজাত প্রবৃত্তি l সকলের জীবনেই প্রেম আসে l এটিই স্বাভাবিক l কারুর ক্ষেত্রে সেই প্রেম অন্যপক্ষের সম্মতি পেয়ে পরিণতি পায় l কারুর বা ভাগ্য এতটা সুপ্রসন্ন থাকে না l প্রেম একতরফা হয়ে থেকে যায় l কিন্তু অপরপক্ষের সম্মতি মিলবে কি না এই ভাবনা থেকে প্রেমের জন্ম হয় না l কোনো একজনকে ভালো লেগে যায় l তার প্রতি মনে প্রেম জাগে l কিছু করার থাকে না l
কবি সুজন হোড় (শুভ্র) "আমিও প্রেম করেছি" শীর্ষক রচনায় তাঁর প্রেমভাবনা মেলে ধরেছেন l তিনি অকপটে বলছেন যে  তাঁর জীবনেও প্রেম এসেছে l তিনিও প্রেম করেছেন l প্রেম মানেই একটা স্বপ্ন বুনতে শুরু করা l নিজেকে নিয়ে এবং প্রেমের মানুষটিকে নিয়ে l প্রেমিক প্রেমিকা এই স্বপ্ন একে অপরের মনের মধ্যে গেঁথে দেন l এক্ষেত্রে প্রেমিক কবিও তাঁর স্বপ্ন তাঁর মনের মানুষটির চোখে রোপন করেছেন l এমন বিশেষ একজনের রাতের সঙ্গী ছিলেন তিনি l রাতভর গল্প করে সময় কেটেছে তাঁদের l গল্পে গল্পে ফুটে উঠেছে পরস্পরের হাত ধরে নিজেদের স্বপ্নের কথা, স্বপ্ন পূরণের কথা l তাঁরা নতুন এক জীবন গড়ার ইচ্ছা প্রকাশ করেছেন l পরস্পরকে অবলম্বন করে এক নতুন দেশে পাড়ি দিয়েছেন l কবিপ্রেমিকের এটি একটি খুব ভালো উপভোগ করার মতো অনুভব ছিলো যে তিনি কোনো একজনের  স্বপ্নের পুরুষ হতে পেরেছেন এবং সত্যি সত্যি তাঁর জীবনে প্রেম পদার্পন করেছেl


এই প্রেমকে ভিত্তি করে কবি নিজের জীবনের গল্প ভেবেছেন, তার ভিত্তিতে কবিতা লিখেছেন, এবং প্রতিটি নতুন দিনকে কিভাবে আরো সুন্দর করে গড়ে তোলা যায় সেটা ভেবেছেন l কবির প্রেম সর্বদাই নতুনত্বে জারিত থাকে এবং সে কারণেই তিনি বারবার নতুন করে তাঁর প্রিয়ার প্রেমে পড়েন l প্রেমের ক্ষেত্রে তিনি প্রিয়ার শরীর নয়, মনের সৌন্দর্যকে গুরুত্ব দিয়েছেন l মনের সৌন্দর্য এমন যার কোনো বিনাশ নেই l তাই প্রিয়ার প্রতি কবির প্রেম অক্ষয় l এখনো প্রতিটি মুহূর্তে তিনি তাঁর প্রিয়তমার প্রতি প্রেম অনুভব করেন, সারাক্ষণ তাকে ভালোবেসে যান l তিনি এভাবেই তাঁর প্রেমিক সত্তাটিকে বাঁচিয়ে রাখতে চান l


কবিকে জানাই আন্তরিক শুভকামনা !!