আসলো পূজা গেলো পূজা
মাঝে থাকলো কি ?
মাঝে থাকলো সুখস্মৃতি
সব পেয়েছির ।
দুঃখ ভুলে পূজার কদিন
আনন্দেতে মেতে
জাতি ধর্ম নির্বিশেষে
উঠেছি সব তেতে ।
ঠাকুর দেখা মনের খাওয়া
রঙ বেরঙের সাজে
বন্ধু স্বজন মিলন মহান
প্রীতি ভরা সাঁঝে ।
আবার এসো পরের বছর
আমাদের এই নীড়ে
এই আশাতে সারা বছর
থাকবো কাজের ভিড়ে ।