আজকের শিশু দেখে না শালিখ এগ্-জাম দেয় যবে
বিশ্বাসে তারা রয় ভরপুর শোরগোল কলরবে l
ঠাকুমা দিদিমা পায় নাকো তারা রংচুলে সব আন্টি
মা-র কাছে কভু বকুনিটা খেলে বড়-মা দেয় না শান্তি l
বড়ো বড়ো ফ্ল্যাটে ছোট ছোট ঘর প্রতিবেশী সব অন্য
মহালয়া ভোরে রেডিওর স্বরে তুলসি থানের পুণ্য
জোটেনা তাদের জ্যোৎস্নায় ভরা নিকানো উঠান পাতা
ঠাকুমার ঝুলি রূপকথা বুলি ছাগশিশু আমপাতা l
বছরকালেতে নাটমন্দিরে রামায়ণ পালা দেখা
আজানের তান বিষহরি গান ছোট প্রাণ ছোট ব্যথা l
শরতের টানে শেফালীর ঘ্রাণে পূজামণ্ডপে জোটে
মেখে খড় মাটি দেবী দুর্গাটি রূপ পায় সেরা বটে l
নবান্ন আসে অঘ্রাণ মাসে মাঘ মাসে পূর্ণিমা
বৈশাখী মেলা ফাগুনের খেলা চড়কের রমরমা l
মেলে না তাদের মেলা দেখা কড়ি এক টাকা দু-টাকায়
গ্রাম জুড়ে ছোটা ফল ফুল ওঠা মজাতে মাটিতে লুটায় l
ঢোলা হাফ্প্যান্ট বিবর্ণ ফ্রকে শরীর ঢাকে না তার
উৎসবকালে বছরেতে মেলা একবার সবাকার,
ছাদেতে আচার মাঠেতে আছার ধুলা কাদা সারা দেহে
বৃষ্টিতে ভিজে কাশি সর্দিতে দিনশেষে ফেরা গৃহে l


আজকের শিশু নয়নের মণি কনভেন্ট পড়া বাবু
মোবাইলটা হাতে নেট দিনেরাতে পড়াশোনা চাপে কাবু l
পৃথিবীর যত ঘটে অবিরত সব ঢুকে যায় বই-এ
ফার্স্ট হওয়া তার খুব দরকার খাটুনিটা যায় সয়ে l
নাই ভাই-বোন, মামা-মাসী-পিসি একা খোকা তার ঘরে
গেমগুলি খেলে, কমিকটা দেখে হোমওয়ার্ক যায় করে l
ক্রাইম সিরিয়াল বাজে দিনকাল খুন-খারাপির কথা  
পথ ঘাটে যায় লোকপানে চায় সন্দেহ যথা তথা l
আধুনিক মেলা নগরের দোলা সিনেমাটা দেখে প্লেক্সে
গাড়িময় ঘোরা পপকর্ন জোড়া চোখ সেঁটে যায় ফ্লেক্সে l
পানীয় শীতল মোমো পিজা রোল মুখ চলে শুধু জাঙ্কে
প্লাস্টিক কোটে এসে সব জোটে খাওয়া শেষে সব বাঙ্কে l
মুখচোখ পাকা দৃষ্টিটা বাঁকা সদা যেন রয় ব্যস্ত
বাবা-মা-র দায় মাসী সামলায় যাহা চায় হাতে ন্যস্ত l
সারাদিন তার রুটিন বিকার এক পড়া, পরে আর
স্যার আসে যায় ম্যামটাও তাই চেষ্টা বিকাশ-টার l
কথাগুলি চোখা সব তার শেখা বয়স মানে না সীমা
পার্টি প্রোগ্রামে নাচে আর গানে জীবনাচরণ জানা l
শৈশব তার শিশুকালে পার শিশুকালে যেন বড়ো
সময়ের চাপ সিলেবাস দাপ - শুধু পড়ো, আর পড়ো l