একবার জনভোটে যেই আসে সরকার
শাসক দলেতে দেখ ভীড় বেড়ে একাকার l
ডান বাম অতিবাম সব এককাট্টা
ক্ষমতার স্বাদ চাই মৌরসিপাট্টা l
সিম্বল গায়ে মেখে ভোট যায় উৎরে
তারপর কে বা কার ? বদলির সূত্রে
পদ পায় নবাগত সরকারী কাজেতে l
বোকা হাবা জনগণ মরে যায় লাজেতে l


অবস্থান বদলের জারী হয় ডিক্রি
বুদ্ধির কারবারি মেধা করে বিক্রি l
এতদিন বলেছি যা সব ছিলো ফালতু
সার কথা এইবেলা সরকারী পালতু l  
মান চায় যশ চায়, চায় স্বাদ ক্ষমতার
দল বদলের তোড়ে পরাজয় জনতার l


গণতন্ত্রের রূপ কতো দেশকাল ভেদে
মাধুর্য লুণ্ঠিত হয় পাপে আর লোভে l