সময় তার ছাপ রেখে যায় দেহে এবং মনে
সরল সোজা এই কথাটা মানে সর্বজনে l
কিন্তু এই সরল কথা সর্বদা কি খাটে ?
ব্যতিক্রম কি পড়ে না চোখে হাটে মাঠে ঘাটে ?
বয়স ভোমরা কতো দেখি হুল ফোটায় ফুলে
নবীন কচি কতো কলি মরে সেই ভুলে l


আর যাঁরা সৃষ্টি করেন কালজয়ী শিল্প
তাঁদের বয়স দেহেই থাকে মন রূপকল্প l
কবি শিল্পীর সব বয়সে সব পর্ব ভাসে
শৈশব কিশোর যৌবনকাল ঘুরে ফিরে আসে l
কবির আবার বয়স কিসের ? সদা যৌবনময়,
সৃষ্টিকর্মে উল্লসিত, বিকশিত, সদা রহস্যময় l