মূল রচনা :


বিধি যখন চোখ দিয়েছ
সে চোখ কেন দেখবে না?
বলো, আমার তরী কেন
তোমরা কূলে ঠেকবে না?
দ্যাখে তোমায় নানান লোকে,
আমি দেখি অন্য চোখে
তোমার হৃদয় রথ কি আমার
পথের দিকে বেঁকবে না?
বিধি যখন চোখ দিয়েছ
সে চোখ কেন দেখবে না?


বিধি যখন কান দিয়েছ
সে কান কেন শুনবে না
বলো, কেন তোমার পায়ের
নুপূর ধ্বনি গুণবে না?
হাওয়া যখন বইতে থাকে
কে যেন গো আমায় ডাকে
কেন রঙিন আল্পনারা
কল্পনা জাল বুনবে না?
বিধি যখন কান দিয়েছ
সে কান কেন শুনবে না?


বিধি যখন ভাব দিয়েছ
মন কি ভাবে ভাসবে না!
মনের সাথে ভাব জমাতে
একটু কাছে আসবে না?
এ সংসারে আমার কাছে
আরো অনেক জন তো আছে
থাক-না তারা, তুমি আমায়
একটু ভালোবাসবে না?
বিধি যখন ভাব দিয়েছ
ভাবের ভেলায় ভাসবে না?

লক্ষ কোটি জীবন প্রজাতির মধ্যে মানবজন্ম অনন্য l একমাত্র মানুষ পেয়েছে জাগতিক পঞ্চ ইন্দ্রিয় l প্রকৃতিকে বুঝে নেবার ক্ষেত্রে এই ইন্দ্রিয়গুলি তার বড়ো সহায় l কোন কোন মানুষের ক্ষেত্রে এই পঞ্চ ইন্দ্রিয় এত বেশী গ্রহণক্ষম এবং উৎপাদনক্ষম যে জীবনযাপনের দৈনিক বাধ্যবাধকতা পেরিয়ে তাঁরা অনুভব করেন অতিজাগতিক কিছু বিষয় l তাঁদের সংবেদনশীল, ভাবুক মন পৃথিবীতে জীবনের রহস্য উন্মোচনে নানা সৃজনশীল চিন্তায় মগ্ন হয়ে পড়ে l সাধক মন এই জগৎ, জীবন সবকিছুর পেছনে এক অলৌকিক সত্তার অস্তিত্ব অনুভব করে, ঈশ্বররুপী পিতার ভাবনায় ভাবিত হয় তার চিন্তা, চেতনা l সেই পরম পিতাকে উদ্দেশ্য করে রচিত হয় কত মন্ত্র, শ্লোক, সঙ্গীত, নানা গাথা l গড়ে ওঠে কতো বিধি, ব্যবস্থা, আচরণ, সংস্কার, আয়োজন সামগ্রী l কতো বিচিত্র মত ও পথ l জীবন যাপনের অনুষঙ্গ হয় এই আধ্যাত্মিক ভাবনা l
জন্ম, বেঁচে থাকা এবং মৃত্যু বরণ - এর সীমা ছাড়িয়ে মানব জীবন নিয়োজিত হয় জীবনের গভীর রহস্য উন্মোচনে যেখানে এই সৃষ্টির পেছনে সে অনুভব করে এক পরমপিতা ঈশ্বরের উপস্থিতি l এই ঈশ্বরের অস্তিত্ব উপলব্ধি করা, নিজের জীবনে সন্তানসম ভক্তি ও কৃতজ্ঞতায় তাঁকে অনুভব করা - আদর্শ জীবনযাপনের অনুসঙ্গ রূপে বিবেচিত হয় l
কিন্তু সব মানুষ তাঁর জীবনে এই বোধ পান না l জীবনযুদ্ধে ক্লান্ত কিছু মানুষ তাঁদের দৈনন্দিন ক্রিয়াকলাপে এতটাই জড়িয়ে পড়েন, যে অন্য সকলে তাঁদের অস্তিত্বের মধ্যে পরমপিতা ঈশ্বরকে অনুভব করলেও, তাঁরা সেটা পান না l ঈশ্বরের দেয়া এই অমূল্য জীবন, এই ইন্দ্রিয়সকল ঈশ্বরের অনুভব পায় না l


"বিধি যখন চোখ দিয়েছে" কবিতায় কবি স্বপন মজুমদার এরকম এক প্রেক্ষাপট রচনা করেছেন যেখানে একজন মানুষ তাঁর অনুভবে ঈশ্বরকে, পরমপিতাকে পাচ্ছেন না l বিধাতার দেওয়া চোখ সেই বিধাতাকেই দেখতে পায় না l দৃষ্টি সৃষ্টিকর্তার দিকে নিবদ্ধ নয় l হৃদয় তাঁর ভাবনায় ভাবিত নয় l পথ ঈশ্বরমুখী নয় l তাঁর কান ঈশ্বরের আগমণধ্বনি শুনতে পায় না l জীবনযন্ত্রণায় বিদ্ধ এই মানব ঈশ্বর কল্পনার রঙীন জাল বুনতে পারে না, পথে আল্পনা এঁকে পরমপিতাকে আহ্বান করতে পারে না l
চোখ, কান - এগুলি তো দৃশ্য ইন্দ্রিয় l কিন্তু তার থেকে অনেক শক্তিশালী অনুভব ইন্দ্রিয় হলো আমাদের মন l সেই মনে কতো ভাব জমে l কতো অনুরণন চলে l এই মনের ভাবনাতেই যুগে যুগে ঈশ্বর কতো নতুন নতুন মাত্রা পান l কতো বিচিত্র বিশ্বাসবোধ মনের আঙিনায় জন্ম নেয় পরমপিতাকে ঘিরে l
কোনো মানুষের এই মন যদি ঈশ্বর ভাবনায় ভাবিত না হয়, তাঁর প্রেমে উদ্বেল না হয়, তাহলে তাঁর মানবজন্মটাই অর্থহীন হয়ে পড়ে l এরকমই এক মানুষকে চিত্রিত করা হয়েছে কবিতাটিতে, যিনি জীবনে অন্য সব কিছু করার সময় তো পান, কিন্তু তাঁর স্পর্শেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মনের বিচরণ কিছুই তাঁকে সেই পরমপিতার কাছে নিয়ে যায় না l পার্থিব সমস্ত কিছুর সঙ্গেই তাঁর পরিচয় হয়, সম্পর্ক স্থাপিত হয় l কিন্তু যিনি পিতা, এই বিশ্ব ব্রম্ভান্ডের রচয়িতা, জীবনের উদ্গাতা - তাঁর দিকে তার দৃষ্টি যায় না l
কবিতাটিতে এরকম এক মানুষকে তুলে ধরা হয়েছে যিনি মানবজীবনকে তার চরম সার্থকতার পথে নিয়ে যেতে ব্যর্থ হয়েছেন l তাঁর ব্যর্থতার এই অনুভব, তাঁর স্বীকারোক্তি, অনেক পথভোলা, মনভোলা মানুষকে পথের সন্ধান পেতে সাহায্য করবে l
আধ্যাত্মিক ভাবনায় পূর্ণ এরকম একটি সুন্দর কবিতার জন্য কবিকে অভিনন্দন l


প্রাসঙ্গিক :
১) কবি স্বপন কুমার মজুমদার রচিত "নববর্ষের কাব্য" কবিতার ওপর আলোচনা ১৯-০৪-২০১৭ তারিখ l তার লিঙ্ক :
http://www.bangla-kobita.com/jchowdhury298/series-eighteen-to-twenty-one/


২) কবি স্বপন কুমার মজুমদার রচিত "আমি রবি ঠাকুর বলছি" কবিতার ওপর আলোচনা ২৬-০৪-২০১৭ তারিখ l তার লিঙ্ক :
http://www.bangla-kobita.com/jchowdhury298/discussion-on-ami-rabi-thakur/