সেরা জয় : যাদব চৌধুরী


যুদ্ধটা খেলা এক জেতা বলো চাই চাই
নিজ বল কাজে আসে ভরসা তো সেইটাই l
শত্তুর দূর্বল খোঁজ নাও কোথা কোথা
জয় হবে নিশ্চিত এই হলো হককথা l
একসাথে জয় যদি পেতে চাও সবাকার
মন হোক বড়োসড়ো এই ছড়া গাথা তার l


খরগোশ কচ্ছপ লড়েছিল একবার
কচ্ছপ জিতেছিল এটা তো পরিষ্কার l
কচ্ছপ জিতেছিল একমন গুণ তার
খরগোশ হেরেছিল মাঝপথে যতি তার l
শেষ বাঁশি বাজে নাই খরগোশ বিশ্রামে
কচ্ছপ জিতে গেলো ধীরে হেঁটে অবিরামে l


গল্পটা শেষ নয় আরো আছে বাকি তার
খরগোশ বুঝে নেয় হার কেন হয় তার l
ডাকে কচ্ছপকে সে পুনরায় লড়তে
কচ্ছপ বীরসেনা রাজি নব শর্তে l
এবার যে দৌড় হয় খরগোশ আগে থাকে
পিছুপানে দেখে নাকো একেবারে জয় হাতে l


এখানেও শেষ নয় গল্পটা আরো আছে
কচ্ছপ ভেবে চলে জেতার কি চাল আছে l
নেট ঘেঁটে দিনরাত বুদ্ধিটা করে বার
যে যেখানে দূর্বল নিশ্চিৎ হার তার l
জেনে নেয় ভালো করে ডাহা ফেল খরগোশ
যদি আসে মাঝপথে নদী কোনো, আফশোষ l


সেইমতো পথ বেছে যায় সে তো নেচে নেচে
খরগোশ সাথে তার রেস হয় যেচে যেচে l
নদী পায় মাঝপথে রেসখানি শুরু হলে
অনেকটা গিয়ে শেষে খরগোশ অবহেলে
সাঁতার তো জানা নাই এখন যে কি উপায়
নদীতীরে বসে পড়ে খরগোশ নিরুপায় !


ধীরপায়ে কচ্ছপ নদীতীরে এসে যায়
জলে নেমে সাঁতরিয়ে ওপারেতে পৌঁছায় l
এইভাবে কচ্ছপ যুদ্ধটা জিতে যায়
খরগোশ খুশি নয় জেতার সে কায়দায় l
কচ্ছপে বলে গিয়ে, "এটা ভাই ঠিক হলো ?
সাঁতার জানিনা বলে আমার যে হার হলো !"


কচ্ছপ বলে তারে, "শোনো ভাই মন দিয়ে
যার যেটা বল, সেটা ব্যবহার হলো গিয়ে
যুদ্ধের রণনীতি l তুমি পাও গতিঝড়
ধীরগতি আমি দেখ, সাঁতারটা নির্ভর l
মন কেন দুখী করো আরেকটা রেস হোক
দুইজন মিলেমিশে দুজনের জয় হোক l"


খরগোশ মাথামোটা বোঝে সব দেরী করে
কচ্ছপ বলে তাকে, "আমাকে তো নাও ঘাড়ে l"
দেয় ছুট খরগোশ একছুটে নদীধারে
কচ্ছপ জলে নামে খরগোশ তার ঘাড়ে l
দুইজন নদীপার জিতে যায় দুইজনে
এই জয় সেরা জয় মেনে নেয় খুশিমনে l


যেমনটা করেছিল অন্ধ ও খোঁড়া ভাই
পথটাকে করে জয় হাসিমুখ দুজনাই।
শুধু শুধু সবখানে লড়ে লড়ে বিরুদ্ধে
শক্তি ও প্রাণ ক্ষয় এমন বাজে যুদ্ধে ?
একসাথে জয় যদি পেতে চাও সবাকার
মনটাকে বড়ো করো এই ছড়া গাথা তার ll
1323