দূরে ওই নীলাকাশ মাঝে জলধারা
মানসিক ফোনে তার ছবি তোলা সারা l
নীল আকাশের গায়ে পেঁজাতুলো মেঘ
ছবি শুধু ছবি নয়, প্রচুর আবেগ l


চরম সে বিপরীতে লুক দিয়ে যায়
বোঝাই কঠিন যে সে এক নারীটাই l
পূর্বে ও পশ্চিমে সমান দখল
সব রূপে রূপ তার হাসে খলখল l


ওই দূর বহুদূরে বহুতল বাড়ি
ছবি যে তুলেছে সে তো রূপবতী নারী l
প্রকৃতির মাঝে খোঁজে রূপ আপনার
সেই রূপে সেজে উঠে করে সে উজাড় l


চোখে মুখে চাহনিতে শারীরিক ভাঁজে
রূপ তার কথা বলে রূপের সমাজে l
৮৯৯/৩