মা নিয়ে দেখো ছড়া লেখা কত আর লেখা কতো গান
বাবাটি আমার চেয়ে চেয়ে দেখে বিষাদগ্রস্ত প্রাণ l
ঘুম থেকে উঠে যায় ছুটে ছুটে সংসারে কতো দায়
প্রয়োজন তার মেটাতেই হয় করতেই হয় আয় l
বিপদ যখন মাথার ওপর চিন্তায় থাকে সব
নিমেষেই হয় সঙ্কট দূর পিতারুপী ভৈরব l
মা দেয় স্নেহ ভালবাসা যতো সোহাগ কতো না তার
পৃথিবীতে লড়ি বীরবিক্রমে সাহস, সে তো পিতার l
ছোট্ট সে সোনা বাবা সোনামণি আনাগোনা ঘরে তার
দিন দুনিয়ার হালচাল শেখে সবক পায় পিতার l
ভালোবাসা ব্যাঙ্ক মা যদি হয় টাকা ব্যাঙ্ক বাবা থাকে
বাবার ভালোবাসা অন্তঃসলিল লুকিয়ে লুকিয়ে রাখে l
মা বাবা দুই দুখ সুখ সয় সন্তান পায় চাঁদ
জগতের যত সেরাটুকু আছে কুলায় যতটা সাধ l
মা মা করো অতি উত্তম বাবাটাকে পাশে রেখো
মায়ের সে ঋণ শোধবার নয় বাবাটাকে তবু দেখো l