শান্ত দীঘির জলে
সোনালী রোদ খেলে
আঁধার ঘনায় অস্তরাগের
দীঘির ঝোপে ঝাড়ে
মাছেরা সব খেলে বেড়ায়  
ওই দীঘিরই পাড়ে ।


ঘুমায় মানবজাতি
এবং সকল সাথী
শোধ হয়ে যায় দিনের মূল্য
পাওনা গন্ডা যতো
অন্ত করে রাগ অভিমান
অন্ত করে ব্রত ।


নিয়ম ভেঙে তারই
বিপথে যায় গাড়ি
রুটিনভাঙা জীবন যাপন
পাগল কিংবা কবি
কিংবা কোনো আবিস্কারে
পাল্টে দেয়া ছবি ।


পাল্টে দিয়ে কতো
গড়ছে অবিরত
বাউন্ডুলে আর প্রতিভাধর
নিয়ম ভেঙে ধরার
বৃক্ষশাখায় শুকনো পাতায়
প্রশস্তি সেই করার ।