মাধাই সে ছেলে কিছু টাকা মেলে চলে যায় ফারাক্কা
মালদা শহরে উঠে বাসে চড়ে কি. মি. পঞ্চাশ পাক্কা l
গঙ্গায় থেমে দেখে সেথা নেমে জেলে ধরে মাছ অনন্ত
এক তার মাঝে মনে তার বাজে নেয় করে পয়সার অন্ত l
জেলেসব ধরে বড়ো মাছটারে বাসে তুলে দেয় ঠিকঠাক
বাসে ভাড়া নাই বলে আঁই বাঁই যাত্রী সকলে অবাক l
পয়সা যা ছিল মাছটা কিনিল পকেটটা করিয়া ফাঁকা
এখন সকলে দেখ সবে মিলে এত বড়ো মাছ পাকা l


প্রকৃতির মাঝে কত কিছু সাজে দেখিতে লাগে তো কড়ি
তার মাঝে এই মাছটিকে নেই বাসের মধ্যে ধরি l
এত বড়ো মাছ কবে কে দেখেছে দেখ মন ভরে খুশিতে
রূপালী ঝালর ঝিলিক মারিছে জীবন্ত মাছের নাচেতে l
এই সব দেখা বিনা পয়সায় বাসভাড়া কি সে তুলনায় !
এমন সুযোগ মেলে কদাচিৎ জীবন-ভরা যন্ত্রণায় l
বলে চালকেরে সহযাত্রীরে ছাড়ো ভাই এই ভাড়া
এমনটা মজা পাওয়াটা কি সোজা এই মাছ মনকাড়া l


এইভাবে বাসে তারপরে ভ্যানে সোজা এলো নিজ গ্রামে
কুটির সমুখে মা যে বসে আছে সেইখানে এসে থামে l
চালটি আনিতে নুনটি ফুরায় সংসার চলে ক্লেশে
এমন সে ঘর জরা-জর্জর মা-টি থাকে ছেঁড়া বেশে l
বহুদিন তাই খাওয়া মেলে নাই নুন-ভাত পেট ভরে
ছেলে স্বামী সবে কোথা যায় উবে দায় নাহি নেয় ঘরে l
হঠাৎ সহসা মেলে কারও দেখা আজগুবি সব কীর্তি
তেল নাই ঘরে বুড়ি থুত্থুরে আনকোরা কি সে কৃষ্টি l
মাছটা নামিয়ে চলে যায় ধেয়ে আর নাই কারও পাত্তা
কোথায় মাধাই কোথায় সবাই বুড়ি মা-টি খান গোত্তা l


এই ভব রাজে সৃষ্টি বিরাজে জটিল মানব সত্তা
কে যে কি বা করে কেনই বা করে নাই তার সব ব্যাখ্যা l
আজগুবি মাঝে নব নব সাজে জগৎটা থাকে চলতে
খেলেও হোঁচট পলকের তরে জ্বলে সদা তার সলতে l