গর্ভে ছিলাম সুখেই ছিলাম
কান্না নিয়েই জন্ম নিলাম
হামাগুড়ি হাঁটতে শেখা  
আঙুল ধরে বাইরে দেখা
ইস্কুল শুরু জীবন গড়া
ধারাপাতের নামতা পড়া
বন্ধুবান্ধব সিগ্রেটে টান
শাড়ির টানে প্রথম গান
প্রথম কলেজ স্বাধীনতা
হাসি ঠাট্টা বিষণ্ণতা
চাকরি পেয়ে অফিস যাওয়া
জীবনসাথী সঙ্গে পাওয়া
ঝগড়া বিবাদ মিলনসুখে
আদর শিশুর কোলে বুকে
মানুষ করা বিয়ে দেওয়া
আগের মতো দোকলা হওয়া
ভাষণ বিদায় অফিস ছুটি
সারাক্ষণেই পুরনো জুটি
সময় কাটে তসবিহ নামাজ
পার্কে বসা প্রৌঢ় সমাজ
প্রেসার সুগার হাঁটুর ব্যথা
দুজন বসে আগের কথা
একলা ফেলে আকাশ তারা
মেয়ে জামাই জুটলো পাড়া
সময় কাটাই প্রহর গুনি
আজরাইলের ডাকটা শুনি
এসছিলাম কান্না নিয়ে
চলে গেলাম কান্না দিয়ে !