এক বুক ভালোবাসা
এক আকাশ স্বপ্ন
হাতে গোনা ক্ষোভ
আর অনেক আশা নিয়ে
তুমি হঠাৎ চলে গেলে
আমাকে আঁধারে রেখে
তুমি একা চলে গেলে !
বিকেলেও আমাকে নিয়ে
ফরচুন সিটিতে গেছো
প্রিয় বান্ধবীর সঙ্গে সাক্ষাত করতে
তুমি জানতেও না সেটাই শেষ সাক্ষাত
সন্ধেয় বাড়ি ফিরে নিজ হাতে
রান্নাবান্না সেরে ছেলেমেয়েদের খাইয়ে
আমাকে ডাইনিং টেবিলে
তোমার পাশে পেতে চেয়েছিলে
স্কুলের খাতাদেখায় ব্যস্ত ছিলাম বলে
পারিনি যেতে ; তুমি শেষ খাওয়াটাও একা খেলে !
তোমার কিডনি নষ্ট , চেয়েছিলে ডোনার
আমিও করেছি চেষ্টা তোমাকে বাঁচাবার
ডায়ালিসিসে আমিই যেতাম সাথে
তবু শেষরক্ষা হলো না ।
এক অধরা স্বপ্ন বুকে নিয়েই
তুমি নিঃস্ব হয়ে পরিজনকে রেখে
বিদায় নিলে ; এখন সকল দ্বায়িত্ব
আমাকে সঁপে গেলে ।
কত শখ করে নতুন বাড়িতে ফুলের চারা
করেছো রোপন, ফুল দেখে যেতে পারলে না;
বড় একা লাগে এই তিন দিনেই ;
আমৃত্যু অভাব পূরণ হবার নয় !