( পবিত্র কুরআনের ১০৯ নম্বর সুরা কাফিরুনের ভাবানুবাদ )
(পরম করুনাময় ও মেহেরবানআল্লাহর নামে শুরু)
বলো , ' হে অবিশ্বাসীগণ
তোমরা যার করো উপাসনা
আর আমরা উপাসক নই  তার
আমি  উপাসক করি যার
তুমি উপাসনা করো না তার ;
আর আমি না হবো তার উপাসক
যারা তোমাদের উপাসক
তোমার কাছে তোমার ধর্ম
আমার কাছে আমার ধর্ম ।
( প্রেক্ষাপট :- তৎকালীন মক্কার বিশিষ্ট ব্যক্তিগণ রাসুলুল্লাহর কাছে এসে বলেন , "আসুন আমরা পরস্পরের মধ্যে এই শান্তিচুক্তি করি রে একবছর আপনি আমাদের উপাস্যদের উপাসনা করবেন এবং একবছর আমরা আপনার উপাস্যের উপাসনা করবো । এবং আপনাকে অঢেল পরিমাণে ধনৈশ্বর্য দেবো বলে আপনি মক্কার সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হবেন " । ঠিক সেই সময়ে কুরআনের এই সুরা অবতীর্ণ হয় । )