তুমি আছো লালে, গেরুয়াকে ভালবেসে
সবুজ কে নিয়েছ তোমার আলিঙ্গনে॥
তুমি আছো মনে, চোখ কে ফেরাতে পারোনি,
সারা দিয়েছ আমার আহ্বানে॥
তুমি সাদা খাতা,কলম কে ফেরাতে পারোনি,
তাই তো এসেছে যুগে যুগে কবিতা-রা ॥
তুমি মনের মেঘ পারোনি করতে গোপন,
তাই আজও বয়ে চলেছে নদী-রা ॥
তুমি সৃষ্টিতে আনন্দ, যৌবনে উত্তাল মৃত্যু তে সাদা,
কৃষ্ণের অসংখ্য সখী, তবু কেন ব্যতিক্রমী রাধা !