আসবে যেদিন নতুন মানুষ
থাকবে ঘিরে চারপাশ
সে দিন দুঃখ তোমার হবে শেষ
থাকবেনা আর দীর্ঘশ্বাস।
নতুন বুকে নতুন গন্ধ
নতুন আশার হাতছানি
চারিদিকে সুখের বাতাস
উৎফুল্ল তাই মনখানি।


পুরনো মানুষ পুরনো স্মৃতি
সে সব আজ দূর কিছু
নতুন নিয়েই থাকবে মেতে
থাকবেনা আর মোর পিছু।
আমার মতই বাসবে ভাল
হয়ত আরো বেশি সে
ঐশ্বর্য আর প্রাচুর্যে যে
রাখবে ঘিরে তোমায় সে।


পরিচয় তার অনেক রবে
আমার মত নয় জানি
ভরিয়ে দিবে রাঙিয়ে দেবে
হয়ত তোমার সব খানি।
সুখ সাগরে ভাসবে তুমি
চাইবে পেতে সব বাহার
তবু যেন হঠাৎ করে
পড়বে মনে স্মৃতি কার?
সজল চক্ষে মলিন বক্ষে
ধরবে চেপে হাত
পড়বে মনে এক এক করে
আমায়  দেয়া সব আঘাত।


তোমার সুখে কান্না হয়ে
চাইনা আমি ঝরতে
সুখে থাকো ভাল থাকো
তাই চাইনা আর মনে পড়তে।