তোমার মুকুট পূর্ণ হল
দুর্লভ সব রত্নে
অনেক খানি দূর হতে যা
এনেছিলে তুমি যত্নে।
পাহাড় সাগর নদী গিরি
কতই না কণ্টক পথ
খুঁজিয়া বেড়াইলে দামি সব রত্নে
ভরিতে তোমার রথ।
কত ছাইপাঁশ জুটিল আশেপাশে
রত্ন খুঁজিতে গিয়া
রেখে দিলে তার কিছু রত্ন ভাবিয়া
তোমার পাশে দিয়া।


পূর্ণ রথে সাজাইতে বসিলে যবে
তোমারও মুকুট খানি
সবই পেল ঠাঁই মুকুটের'পরে
বাকি রইল কিছু খানি।
হয়ত দামি নয় খুব সাধারণ
তবুও লাগিল মায়া
কিছু দেয় নাই
শুধু পাশে ছিল ছায়া দিয়া।
এইতো এইটুকু কি আর ফেলিবে
চাইলে মুকুটে দিতে ঠাঁই
হায় মুকুট যে তোমার ভরিয়া গিয়াছে
যায়গাতো আর নাই।