আজ কোন পুষ্প বৃষ্টি হয়নি
ছিল না কোন বিশেষ আয়োজন
সব কিছু চলছে রোজকার মতো।
সূর্য উঠেছে আবার ডুবেও গেছে
থামেনি কোথাও।
কিন্তু আমি থেমে আছি ঐ ক্ষণ টুকুতে
কি অবাক করা সেই ক্ষণ!
কত প্রাপ্তি কত আনন্দ
প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে উচ্ছ্বাস।
অপেক্ষা ছিল? হয়ত ছিল
মনের গভীরে কোন এক কোনে।
হঠাৎ করেই এলো সেই ক্ষণ
ভরে দিলো আমার সবকিছু।
অল্প একটু ক্ষণ তার বিস্তার সারা জীবনে
হয়ত তার বিস্তার মরণের পরেও
রয়ে যাবে বহু বহু বছর।
এই পৃথিবীর কেউ জানবে না
এই ক্ষণ টুকু কাউকে ভরিয়ে দিবে না এত আলোয়
শুধু আমাকে দিবে।
এই ক্ষণে যে আমি পেয়েছি তোমায়
হে হৃদয়ের রানী তোমাকে পাওয়ার সে ক্ষণ
দিয়েছি রেখে মনে, খুব যত্ন করে।