শ্রাবণ তোমায় পাইনি খুঁজে আমার ছিল কাজ
এর-ই মাঝে ছেয়ে গেলো শরৎ এর সাজ।
বনে বনে কাশফুল নীল আকাশের নিচে
ছেয়ে গেছে ভরে গেছে দেখিনাইত চেয়ে।
হেমন্তেরও গন্ধ মাখা অমন মধুর বিকেল
ধানের ক্ষেতে দোল দিয়ে যায় হাওয়া খানি হিমেল।
এই যে রুপ হয়নি দেখা ব্যাকুল আমার চিত্ত
তাই শীতের মাঝেও খুঁজে বেরাই হেমন্তেরে নিত্য।
খোঁজা আমার হয়না শেষ ফাগুন এসে যায়
চারিদিকে ফুলের মেলা হৃদয় ভরে যায়।
সব অভাব ঘুচায়ে দেয় ফাগুন তার ছোঁয়াতে
পূর্ণ হয়ে যাই যে আমি ফাগুনটারে পাওয়াতে।
দু:খ আমার এতেও আছে ফাগুন চলে যাবে
গ্রীষ্ম আমায় পুড়িয়ে দিয়ে  নিঃস্ব করে দিবে।
দেয়ার আমায় সবাই আছে নিতে নাহি পারি
লুকিয়ে থাকি, এ আমার অন্ধকারের বাড়ী।