তোমরা যখন দুঃখে ভাসো
আমরা তখন সুখে
তোমরা যখন সহায়হীন
আমরা তখন বুকে।
পরিবারের জাঁতা কলে
তোমরা যখন পিষ্ট
আমরা তখন ঘুরে বেড়াই
হৃদয় মোদের তুষ্ট।
তোমরা যখন হাল ধরে
চাও যে শুধুই বাঁচতে
আমাদের হাল ছাড়াই থাকে
আমরা যে চাই মরতে।
তোমরা যখন আপন মনে
রঙিন স্বপ্ন আঁক
আমরা তখন নিজেরে বলি
যা আছে তাই নিয়েই থাকো।
তোমরা যখন পাহাড় সাগর
নদী পেরোও আনন্দে
আমরা তখন এখানেই থাকি
নিয়ে ভাল মন্দে।
তোমরা যখন হিসেব কষ
চলতে গিয়ে পথ
আমরা তখন বেহিসেবি
চালাই মোদের রথ।
তোমরা যখন "অর্থ" ভাবো
ভাবো কেবলই লাভ
আমরা তখন তোমাদের ভাবি
ঝরে চোখের আব।
তোমরা থাক সুখের খোঁজে
খোঁজ শুধুই স্বার্থ
তাই বুঝি সেথা পার নি যেতে
সুখ যেথায় থাকতো।
আমরা আছি আপন মনে
আপন হিয়া তলে
সুখের মালা তাই বুঝি যেন
পড়িলাম মোরা গলে।