তোমার কালো একঢালু চুলে
বাদলের ঘনছায়া
ঘন আষাঢ়ের প্লাবনে
দু’চোখের পাতায় –
খেলা করে কোন স্মৃতির আলাপন,
থমথম মুখে কোন অশনি সংকেত
দেহবল্লরী জুড়ে নূপুর ধ্বনি
কচি ধান শীষের সাথে –
নীল ভূষণে নীলাম্বরী রূপের ছটায়
মুগ্ধ হয়ে পেতে চায় তোমার আলিঙ্গন,  
রহস্যময়ীর হাসিতে বিভোর হয়ে
মিশে গেলে ঘন বনানীর মাঝে -
আশাহত নয় মনের আকাশ
ভরা শ্রাবণে হবে ভরা নৌকাডুবি
তোমার কালো একঢালু চুলে ।।