সোনাঝরা রোদের নিশানায়-
আমবাগানের ঘেরা মেঠো পথ  
ছোট্ট দীঘি পাড়
দুজনের বাঁধা পর্ণ কুটির,  
কৃষ্ণচূড়া রাধাচূড়ার গলাগলি-  
ভালবাসায় অফুরন্ত প্রাণের আবেগ
চার চোখের ছলছল অনুরাগ
অসংখ্য পাখির কোলাহলে...,  
সূর্য ডোবার পালা সন্ধ্যাঘন ছায়া
বুনো হাসনুহানার সুবাস
গভীর রাতের আকাশ
ভেসে যায় জ্যোৎস্না প্লাবনে,  
শরীর ভিজিয়ে গান গাওয়া
কখনো তারা গোনার পালা
কখনো অমবস্যার ঘন কালো মেঘের মাঝে
স্বপ্নিল চাঁদের লুকোচুরি খেলা,  
রাতজাগা পাখির সুরে
স্বপ্নের জাল বুনতে বুনতে
দুরন্ত অজানায় হারিয়ে ফেলা মন
গোনে আগামী সূর্যের প্রতীক্ষা ।
একদিন-
ঈশান কোনে জমা মেঘ
সন্ধ্যাঘন আকাশে
উথাল পাতাল ঝড়ের তাণ্ডবে
এঁকে দেয় দীঘির জলে এলোমেলো তরঙ্গ,  
ভেঙ্গে পড়া সাধের পর্ণ কুটিরে
ছিন্ন হল হাতের বাঁধন
হারিয়ে গেল আগামী স্বপ্ন  
ঝলমলে প্রভাত ,  
স্তব্ধ পাখিদের গুঞ্জন
ছিন্নভিন্ন কৃষ্ণচূড়া রাধাচূড়া
তবু নির্বাক হয়ে আশায় বুক বাঁধা  
অজানা শপথে চার চোখের মিলন বেলা ।।