ঘন আঁধারের আবর্তে  
উঠছে আজ খুশির চাঁদ
আকাশ ভরে জোনাই জ্বলে
ধরণী মানে না কোন বাঁধ,
দিগন্ত থেকে দিগন্তে
ছড়ায় উদার মুক্তদানা
হাতে হাত ধরে মনের আনন্দে  
ঘরে ঘরে টাঙায় শামিয়ানা ।

ভেদাভেদ ভুলে ভাই ভাই মোরা  
জড়াবো উদার রশির বাঁধনে
ফুলে ফুলে ঢাকা আকাশ কুসুম
প্রস্ফুটিত হবে অসাধ্য সাধনে,
বুকভরা ভালোবাসা নিয়ে
কিশলয়ের নব ছন্দে  
নতুন পরিধানে কোলাকুলি করে  
দেখব মানবতার দুনিয়া সবাই সানন্দে ।।


*******