নতুন ভালবাসা নতুন স্বপ্ন
নতুন প্রাণ নতুন জাগরণ
নতুন আশায়  ...
রামধনুর নতুন সাত রঙ,  

পুষ্প বৃষ্টিতে ধরণী জাগাল
নতুন দিনের উচ্ছ্বাস
কিশলয়ের পাতায় পাতায়
নতুন নেশায় বিশ্বাস,

ভেদাভেদ ভুলে আয়রে সবাই
নতুন নেশায় নতুন দেশে
ভৈরবী-জয়ন্তী-ইমনের তানে
বাজবে নহবতের সুর নতুন রেশে,

নতুন শপথের নতুন গানে
জাগিয়ে তোলরে ওরে
বেঁধে ফেল একসূত্রে স্বপ্নের জাগরণ
নতুন আশার প্রদীপ দোরে দোরে ।।

       *********