কে যেন যায় হেঁটে –
অন্ধকারাচ্ছন্ন পথে
আকাশ কালো ঘাগরায় মোড়া শরীরে,  
কালো উড়নির ঝিকিমিকি
চুমকিতে চকমকানি
টুং টাং চুড়ির জলতরঙ্গ,  
ছমছম পায়ের মলের নৃত্য
আঁচলের আড়ালে বাহুবেষ্টিত
সুসজ্জিত মতি খচিত পান পাত্র,  
আতরের সুরভিতে ভরপুর খাদ
খিলখিল হাসিতে মুখ ঢেকে
চলেছে সে কোন অভিসারে ?
ইচ্ছে জাগে আষ্টেপৃষ্ঠে
বাঁধি তারে বক্ষমাঝারে
ছুটে যাই পিছু ধাওয়া করে,  
ছুঁতে চায় মন তারে
বহুদূরে খাদের কিনারে
ধরা দিয়েও সে অধরে,  
হতাশার বারিধারা ঝরে  
হৃদয়ের অন্তঃস্থলে
মনে ব্যাথা নিয়ে তবু থাকি দাঁড়িয়ে,  
অপর প্রান্ত হতে ছড়িয়ে দেয়
পানপাত্রের অমৃত সুধা
হাত নেড়ে সে হয় অন্তর্হিত,
আকাশ কালো ঘাগরায় মোড়া শরীরে
অন্ধকারাচ্ছন্ন পথে
কে যেন যায় হেঁটে - ।।