তুমি দুর্জয়
তুমি মৃত্যুহীন
যুগে যুগে থেকো এই ধরাতলে,  
প্রভাতে কিরণ ছড়িয়ে
তুমিই জাগিয়ে তোল
জনমানবের আত্মসুদ্ধি,
নবজাগরনে উদীয়মান হোক
বিশ্বের মঙ্গলদীপ  
তোমার স্তুতিগানে,
একসূত্রে একই হৃদয়ে
আত্মার শুদ্ধিতে মোরা  
ভেসে যাই প্রাণের উচ্ছাসে,
বিশ্ব বাঙালীর প্রশান্তির ছবি তুমি
সুখে দুখে জনমে মরমে
আছ মনের বন্ধনে ।।