পলাশ-রঙা শাড়ির আঁচলে
অবগুণ্ঠনের আড়ালে
কে তুমি সিক্ত পায়ে
নূপুরের ছন্দ তুলে
ঝরা পাতায় সুরের মালা গেঁথে
আবিরার উচ্ছলতায়
কোথা যাও ওগো মাধুরী ।

হলুদ পাখিটা আজ
গাইছে ভৈরবীর আলাপন
কল্পনার খেয়া-তরী বেয়ে
ক্ষণে ক্ষণে যাওয়া আসা
আকাশ বাতাস কাঁপে
রাঙা শাড়ির দোলায়
কোথা যাও ওগো মাধুরী ।।