লাল পলাশের ডাকে
দিয়ে সাড়া
রক্তিম ঊষার চাদরের আচ্ছাদনে
ঘর ছাড়া,
মধু মাসের প্রেমসিক্ত
নীলাকাশের তলে
কপোত কপোতী
রোমান্টিকতার জাল বুনে চলে,
বাঁধন হারা স্বর্গ সুধার
আচ্ছন্নতার জালে
ডানা মেলে হারায়
উচ্ছল অপরূপা নদীর ঢালে,
সুন্দর ঘন সবুজ বনানীতে
মিঠে রোদে স্নান-সিক্ত শরীরে
জানায় বসন্তের নব কল্লোল
একরাশ হলুদ আবিরে,
কোকিলের কুহু কুহু রবে
সচকিত প্রেম সুধা
দখিনা বাতাসের দোলায়
চঞ্চল ভ্রমরা বাড়ায় ক্ষুধা,
অসংখ্য পাখির কলকাকলি  
তোলে গুঞ্জন
এ যে ভালবাসার দিন
ফাগুনে হাওয়ার সৃজন ।।