ঝিরি ঝিরি রোমান্টিক বৃষ্টি ঝরা বিকেল
শুধু তোমাকেই দিলাম
কল্লোলিত হৃদয়ে বিগলিত
নূপুরের ছন্দে,  
তোমার মন ময়ূরী মেলল পেখম
অজানা প্রেম সিক্ততায়
দিশেহারা মন
দু'চোখে চঞ্চলা হরিণীর আচ্ছন্নতায়,  
বাতাসের স্পর্শে
ওড়ে ঘন কালো মেঘবরণ চুল  
এলোমেলো
আকাশী-নীল শাড়ির আঁচল,  
অ-সময়ের বাদল-ধারা
ইশারায় ডাকে আকাশ
ভিজে সপসপে হয় দু'টি শরীর
বাহু-বন্ধনের মূর্ছনায়,
ঝিরি ঝিরি রোমান্টিক বৃষ্টি ঝরা বিকেল
শুধু তোমাকেই দিলাম
কল্লোলিত হৃদয়ে বিগলিত
নূপুরের ছন্দে ।।