মনের সুপ্ত নীড়ে
বাসা বাঁধে নতুন প্রেরণার
অজানা পথের খোঁজে
নীহারিকার অভিবাদনে,
লাল রোশনাই পাখা মেলে
নতুন নেশার দিশায় ছোটে
চোখের আয়নায় জমাটি রঙ
ছলনায় দিশেহারা,
নীহারিকা বিমুগ্ধ অতীত
অন্তঃপুর হতে হলুদ আবিরের
সুধায় ভরপুর এক মায়াবিনী
সাথী হয় সুদুর পথের নেশায়,
চলতে চলতে রাজ-পথের বাঁকে
ধূসর চাদরীর আচ্ছাদনে
মন-খারাপ করা বাঁশিতে
লুকোচুরি খেলে রাখাল ছেলে,
উদাসী সুরে হারিয়ে যাই
অনেক অনেক দূরে
রোমান্টিকতার যাদুতে
ঘন কালো যামিনীর কোলে,
অ-দেখা চাহনিতে খুঁজে চলি
জোনাকির বিন্দু বিন্দু আলো
আকাশের নক্ষত্ররা জানায়
শুভ রাতের সম্ভাষণ,
গভীর নিদ্রার স্বপ্নে
ডাকে ভোরের নীহারিকা
মনের সুপ্ত নীড়ে
অজানা পথের খোঁজে ।।