শিশির সিক্ত পায়ে তুমি আসবে বলে
সাজিয়ে রেখেছি বরণডালা,
বাতাসে ভাসে শিউলি সুবাস
কাশফুল দেয় দোলা,
সাদা মেঘের আনাগোনায়
মুক্ত আকাশ সোনা ঝরায়,
আলতা পরা পায়ে লাল পাড় কোরা শাড়ির আঁচলে
ঘোমটা সরিয়ে তুমি এলে,  
পুত্র কন্যা সাথে নিয়ে
থাকবে চার দিন মোদের আলয়ে,
ঢাকের বাদ্যি সানাইয়ের সুরে
ফুলের সৌরভে মন হবে ভরপুর,  
মণ্ডা মিঠাই খাব মোরা
আনন্দে মাতোয়ারা রাত দুপুর,
যেদিন তুমি চলে যাবে
সইতে পারব না মোরা,
কান্না হাসিতে ভরিয়ে দেব
আবার আনতে ছুটিয়ে ঘোড়া,
শিশির সিক্ত পায়ে আবার তুমি আসবে বলে
সাজিয়ে রাখব বরণডালা,
বাতাসে ভাসবে শিউলি সুবাস
কাশফুল দেবে দোলা ।