মা আজ আমি অনেক দূরে
সাত সমুদ্র তেরো নদীর ওপারে  ।

প্রতিটি ক্ষণে মনে পড়ে তোমায়
ভোরের প্রথম আলো যখন ফোঁটে
রবির রক্তিমায় মনে মনে স্মরি
"স্বর্গাদপী গরীয়সী তুমি মা"
আকাশে যখন চাঁদ ওঠে
এখনও মনে পড়ে মা ছোট্টবেলার কথা
তুমি বলতে "আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা"
চাঁদ মামার পরশ নিয়ে
ঘুমিয়ে পড়তাম তোমার নরম কোলে
পরম নিশ্চিন্তে পরম মমতায় ।

মনে পড়ে মা সেই ছোট্ট আমি
গুটি গুটি পায়ে তোমার হাত ধরে
প্রথম গেলাম বিদ্যালয়-প্রাঙ্গণে
কেঁদেছিলাম খুব সেদিন আমি
তুমি আনন্দাশ্রু লুকিয়ে অপেক্ষা করেছিলে
আমার জন্য স্কুলের মাঠে
ছুটির ঘণ্টা বাজলে ফিরেছিলাম
তোমারই হাত ধরে
রাতে তোমার বুকে মুখ লুকিয়ে
ফুঁফিয়ে ফুঁফিয়ে কেঁদেছিলাম ।

মনে পড়ে মা যেদিন পেরোলাম স্কুলের গণ্ডি
হাতে ধরা  সফলতার মানচিত্র
সেদিন তোমার সে কি আনন্দ
সস্নেহে রেখেছিলে মাথায় হাত
চুম্বনে চুম্বনে ভরিয়ে দিয়েছিলে মুখমণ্ডল
শহরে পড়তে গিয়ে সপ্তান্তে যখন বাড়ি ফিরতাম
স্নেহ-ভরা মিষ্টি হাসি নিয়ে
দাওয়ায় দাঁড়িয়ে থাকতে শুধু আমার অপেক্ষায়
কোমল স্পর্শে  বাহুদুটি ধরে
বুকে টেনে নিতে আমায় ।

মা আজ আমি অনেক দূরে
সাত সমুদ্র তেরো নদীর ওপারে ।।