যেদিন পেলাম প্রথম প্রাণের স্পন্দন
দেহের প্রতিটি শিরা উপশিরায় ক্রন্দন
সেদিনই জানান দিল এক অটুট অস্তিত্বের বন্ধন ।


স্নেহের সুশীতল স্পর্শে
পৃথিবীর প্রথম আলোর আবেশে
দেখাল সে নতুন জগতের নতুন রূপদর্শন,
প্রাণভরা ভালবাসার ছায়ায়
কঠিন আত্মত্যাগের মায়ায়
বুকে টেনে নেয় পরম মমতায়,  
পরম বন্ধু সে আমার মমতাময়ী মা
আদরে আদরে চুম্বনে হয়ে ওঠে পরমা
তিলে তিলে মানুষ করে নেই কোন তুলনা,
শৈশব-কৈশোরের শাসনে-অনুশাসনে
প্রকৃত শিক্ষার যত্নশীল বাঁধনে
দিশা দেয় চলার পথের জীবনে,
তাঁরই ছায়ায় পেয়েছি মুক্তির স্বাদ
তাঁরই কোলে হেসেছি দিনরাত
তাঁরই আঁচলে লুকিয়েছি কত অন্যায়-অপরাধ,
সাগরের সাথে যদি তুলনা করি তোমায়  
অতল-তলের প্রতিযোগিতায়
সাগর তলায় তুমি অতলতায়,
তুমি যে আমার সেই স্নেহময়ী মা
এই দুনিয়ায় তুমিই এক পরিবর্ত মানা
জন্ম-জন্মান্তরে থাকুক তোমার গরিমা,


যেদিন পেলাম প্রথম প্রাণের স্পন্দন
দেহের প্রতিটি শিরা-উপশিরায় ক্রন্দন
সেদিনই জানান দিল এক অটুট অস্তিত্বের বন্ধন ।